নিজস্ব সংবাদদাতা :- বিজেপির হয়ে সম্প্রতি ময়দানে নেমেছেন শোভন-বৈশাখী জুটি | প্রায় প্রতিদিনই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সভা এবং পদযাত্রা করছেন তাঁরা | বৃহস্পতিবার যেমন গিয়েছিলেন রায়দিঘিতে | আর সেখানেই আবার সরগরম রাজ্য -রাজনীতি শোভন-বৈশাখী-দেবশ্রী ত্রয়ীকে ঘিরে | বৃহস্পতিবার রায়দিঘির মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়কে কটাক্ষ করে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের এই জায়গাটি নিয়ে মনঃকষ্ট রয়েছে | এত খারাপ রাস্তা দিয়ে যখন আসছিলাম, ভাবছিলাম, চারিদিকে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা ছিল | কিন্তু, তাহলে এত অনুন্নয়ন এল কোথায় থেকে। ১০ বছরের জন্য আপনারা যাঁকে নির্বাচিত করেছিলেন, তাঁকে আজকাল সিনেমার পর্দাতেও দেখা যায় না, আর রাজনৈতিক মঞ্চেও দেখা যায় না” |
এরপরই আমফানের প্রসঙ্গ টেনেও দেবশ্রীকে কটাক্ষ করে বৈশাখী বলেন, “আমফান বিধ্বস্ত হয়ে গিয়েছিল এলাকা | সে সময় বামফ্রন্টের এক বরিষ্ঠ নেতা মানুষের যখন পাশে দাঁড়াচ্ছেন, তখন উনি দেশপ্রিয় মোড়ে দাঁড়িয়ে গান গাইছেন| কত ভরসা করে জনপ্রতিনিধি পাঠানো হয়। কিন্তু, তাঁরা যখন ভোট পাওয়ার পর আপনাদের দু:খ-দুর্দশার মধ্যে ফেলে দেন। তখন তাঁদের ক্ষমা করবেন না” | বৈশাখীর পাশাপাশি এদিন দেবশ্রীকে বিঁধেছেন শোভন চট্টোপাধ্যায়ও | প্রসঙ্গত, রায়দিঘিতে দুবার নির্বাচনে দেবশ্রীর জয়লাভের পিছনে আসল নায়ক শোভন চট্টোপাধ্যায়ই বলে মনে করেন রাজনৈতিক মহল |