Breaking News

‘ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স’ শোভনের জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কথা উঠলেই অবধারিতভাবে উঠে আসে তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামও| আর এবার শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বৈশাখী লিখলেন ‘ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স |’বন্ধু শোভনের জন্মদিনে সেই ‘তারায় তারায়’ কথার উল্লেখ পাওয়া গেল বান্ধবী বৈশাখীর লেখায় |তবে কেমন করে শোভনের জন্মদিন পালন করবেন বৈশাখী? তা জানাতে চাননি তিনি| বলেন, “এটা একান্তই ব্যক্তিগত বিষয় |” ১৯৬৪ সালের ৭ জুলাই জন্ম কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের | বুধবার ৫৬ পার করে ৫৭-তে পা দিলেন শোভন | পোশাকের রং মিলান্তি থেকে শুরু করে সর্বত্র একসঙ্গে যাওয়া-আসা | বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এই ঘটনায় সোশাল মিডিয়ায় অন্য মাত্রা পায়| কিছুদিন আগে বৈশাখী শোভনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করেছেন | বৈশাখী ফেসবুকে তাঁর প্রোফাইলের নাম দিয়েছেন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ | গত ১৬ জুন ভোররাতে সেই বদলের পরে বৈশাখী ফেসবুকে লিখেছিলেন,’বৈশাখী লিখেছেন, আমি থেকে আমরার যাত্রা শুধুমাত্র ভার্চুয়াল বিশ্বে |’ যদিও বুধবার ফেসবুকে অবশ্য কোনও কটাক্ষ নেই | শোভনের জন্মদিনের শুভেচ্ছা বন্যা দেখা গিয়েছে বৈশাখীর ফেসবুক পেজে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *