নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক গাছ রাত নামলেই কাটা পড়ছে | মাত্র কয়েকদিনের ব্যবধানে রাস্তার দু’ধারে সোনাঝুরি, ইউক্যালিপটাস গাছের সংখ্যা প্রায় অর্ধেক | এমন ছবিই দেখা যাচ্ছে কাটোয়া বোলপুর রাজ্য সড়ক লাগোয়া কেতুগ্রামের বারান্দা গ্রামে |আর এই গাছ চুরি নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর| বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই রাতের অন্ধকারে গাছ বিক্রি করে দিচ্ছে | যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, ইলেকট্রিক তার বাঁচাতে বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে দিনের বেলাতেই | রাস্তার ধারে পড়ে থাকা গাছগুলি পরে বিজেপির লোকেরাই বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে | মাত্র সপ্তাহখানেক আগে কাটোয়া-বোলপুর রাজ্য সড়কের দু’ধার ছিল পরিপূর্ণ | বর্তমানে সেই দৃশ্য আর নেই| অভিযোগ, সূর্য অস্ত গেলেই শুরু হয়ে যাচ্ছে গাছ কাটার কাজ | ফেলে দেওয়া হচ্ছে নয়ানজুলি কচুরিপানায় | এরপর রাত বাড়লে সেই কাটা গাছের গুড়ি পাচার করে দেওয়া হচ্ছে |পূর্ব বর্ধমান জেলার বিজেপির সহ-সভাপতি অনিল দত্তের অভিযোগ, ‘তৃণমূল নেতারাই গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন | বিজেপির কর্মীদের এত সাহস কি হবে? যদিও বিলেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর পাল জানালেন, রাস্তার দু’ধারে গাছ লাগানো হয়েছিল পঞ্চায়েতের উদ্যোগে | গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই গাছ লাগানোয় আলাদা করে কর্মসংস্থানও তৈরি হয়েছিল | এলাকায় এমন বড় কোনও তৃণমূল নেই যিনি পঞ্চায়েতের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন | বরং তিনি বিজিপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি | পুলিশ বিষয়টি দেখবে |’পরিবেশবিদদের মতে, দোষারোপ পাল্টা দোষারোপের পালা শেষ হলে দল-রঙ নির্বিশেষে আসল অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক |