প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার রচপাল সিং-এর প্রয়াণ |বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর| পরপর দু’বার তারকেশ্বরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ্যের এই প্রাক্তন আইপিএস | তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন | ২০১৬ সালেও জিতেছিলেন | পর্যটন এবং পরিকল্পনা দফটরের মন্ত্রী ছিলেন তিনি| পরে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে রচপালের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি | তিনি আজ ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | বয়স হয়েছিল ৭৮ বছর | প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন | এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে | তিনি রাজ্য সরকারের পর্যটন দফতর এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন | তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি |”কয়েকদিন আগেই রাজ্যের আরও এক স্বনামধন্য প্রাক্তন আইপিএস অফিসার সুলতান সিং-এর জীবনবসান হয় | কিছুদিনের ব্যবধানে জীবনাবসান রচপাল সিংয়ের| দুজনেই ছিলেন রেল পুলিশের আইজি | মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন থেকেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের এই দুই অফিসারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল | ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ৬ জন অবসরপ্রাপ্ত আইএএস আইপিএস অফিসারকে ভোটের টিকিট দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এই দু’জন | দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন |