নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলা-সহ দুই শিশুর মৃত্যু হয়েছে | গুরুতর জখম হয়েছে আরও ১১জন | বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে | বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়| ঘটনাস্থলেই মৃত্যু হয় মা, ছেলে-সহ তিনজনের | এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে | মেমারি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যায় | পরে বর্ধমানের অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয় | পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয় | পরে অনাময় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে | মৃতদের নাম রূপালী বাসকে(৪২), লক্ষী মাণ্ডি(১৫), রাজদীপ বাসকে(৭) | স্থানীয় সূত্রে খবর, পণ্যবাহী গাড়ি ট্রাক্টরকে ধাক্কা মারে | ট্যাক্টরের পিছনের ডালা খুলে যায় | পুলিশ দুটি গাড়ি-সহ চালককে আটক করেছে | মনে করা হচ্ছে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা| এই দুর্ঘটনায় জখম ১১ জন | পুলিশ দু’টি গাড়িও বাজেয়াপ্ত করেছে | এদের বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার পাইরা, চাঁদরিপাড়া এলাকায় | একটি ট্রাক্টর করে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১৪–১৫ জন একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন | তখন কালনা–দেবীপুর রাস্তায় পলতা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারে | ট্রাক্টরটি উল্টে যায় | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |