Breaking News

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! বিধানসভা ভোটের সময় কোনো দায়িত্বে থাকছে না সিভিক কিংবা গ্রীন পুলিশ

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতেই একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে | একুশের নির্বাচন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন | বৃহস্পতিবার সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকেই জেলা প্রশাসনের আধিকারিকদের কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের কর্মীদের ব্যবহার করা যাবে না | এর আগে কমিশনের তরফে সুনীল অরোরা জানান, ‘নির্বাচন কমিশন জানে, কীভাবে এবারের নির্বাচনে সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হবে’|

আর সেই লক্ষ্যে এদিন সকালেই এডিজি আই শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের বেঞ্চ | একাধিক প্রশ্ন করা হয় তাঁকে | প্রশ্ন তোলা হয়, দেড় মাসের মধ্যে ৪০ হাজার গ্রেফতারি পরোয়ানা কেন কার্যকরী করা হয়নি? জানুয়ারির মধ্যে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কড়া পদক্ষেপ কমিশন নিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে | ফলে যে কোনও সময়ে ফের কড়া পদক্ষেপ করা হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিস কমিশনারদের|সেক্ষেত্রে বদলি নয়, সরাসরি সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক | সূত্রের খবর, আজ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *