নিজস্ব সংবাদদাতা, হুগলি :- বাবা ডিএসপি পদমর্যাদার অধিকারিক| তার মেয়েকেই লাগাতার হেনস্থার অভিযোগ পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটরর ছেলের বিরুদ্ধে | অবশেষে রবিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ | ধৃত উত্তরপাড়া কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে অর্কদীপ কুণ্ডু | বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে | আজ আদালতে উঠলে অৰ্কদীপ কুন্ডুকে ২ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়|
যদিও এই বিষয়ে মুখ খুলতে চাই নি অভিযুক্ত অৰ্কদ্বীপের বাবা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর | ঘটনাটি মাস খানেক আগের | সল্টলেকের বাসিন্দা ওই পুলিশ কর্তার মেয়ের অভিযোগ, অন্য মহিলার ছবির সঙ্গে তাঁর মোবাইল নম্বর জুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপত্তিকর পোষ্ট ছড়িয়েছিলেন অর্কদীপ | তিনি তাঁর প্রাক্তন সহপাঠী | অভিযোগকারী ছাত্রীর বক্তব্য, “প্রথমে বিশেষ আমল দিইনি | তবে দেখি এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে | বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে | বিভিন্ন বাজে প্রস্তাব দেওয়া হয় | মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম|”এরপরই প্রশাসনের দ্বারস্থ হন ওই ছাত্রী | ১২ জুন মামলা দায়ের করে তরুণীর পরিবার | এক মাস পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে | অর্কদীপ উত্তরপাড়ার প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে | পুলিশ রবিবার বারাসতের অর্কদীপের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে | এই বিষয়ে উত্তরপাড়ার প্রাক্তন সভাপতি তাপস মুখার্জি বলেন আইন সবার জন্য এক কেউ অন্যায় করলে আইন তাকে শাস্তি দেবে | আইন আইনের পথে চলবে |