Breaking News

বিচারপতি শম্পা সরকারের এজলাসে গেল নন্দীগ্রাম মামলা, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-আগেই সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ | এবার নন্দীগ্রাম মামলা গেল বিচারপতি শম্পা সরকারের এজলাসে | সূত্রের খবর, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের নয়া বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানি হতে পারে | নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ভোট পুনর্গনণার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেই মামলা প্রথমে উঠেছিল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে | কিন্তু প্রথম থেকেই তা নিয়ে আপত্তি ছিল হাইকোর্টের আইনজীবীদের একাংশের পাশাপাশি তৃণমূলেরও | খোদ মুখ্যমন্ত্রীও চাননি এই মামলা বিচারপতি চন্দের এজলাসে শুনানি হোক | শুনানির শুরুতে তা মুখ্যমন্ত্রীর আইনজীবীর তরফে বিচারপতিকে জানিয়েও দেওয়া হয় | কার্যত বিচারপতিকে সেই সময়ে অনুরোধ করা হয় ওই মামলা থেকে সরে দাঁড়াতে | সেই আর্জি রেখে বিচারপতি সরে দাঁড়ান সেই মামলা থেকে | কিন্তু বিচারব্যবস্থাকে কলুষিত করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছিলেন তিনি | এবার সেই মামলা যেতে চলছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে|হাইকোর্টের কোন মামলা কোন বেঞ্চে যাবে, মাস্টার অব রোস্টার হিসেবে তা ঠিক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি | ওই পদ এখন শূন্য থাকায় সেই দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। এদিন জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নতুন বেঞ্চে নন্দীগ্রাম মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে | রাজেশ বিন্দালই মামলাটি বিচারপতি শম্পা সরকারের এজলাসে পাঠিয়েছেন | সেই মতো এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, পরবর্তী সময় বিচারপতি শম্পা সরকারই নন্দীগ্রাম মামলাটি শুনবেন | যদিও কবে থেকে শম্পা সরকারের বেঞ্চ মামলাটির শুনানি হবে তা এখনও জানা যায়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *