তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- জঙ্গলমহলে শান্তিস্থাপনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সিআরপিএফ-এর। এবার জঙ্গলমহলে বন্দুক ছেড়ে শিক্ষকের ভূমিকায় দেখা গেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে। সিআরপিএফের উদ্যোগে ঝাড়গ্রামের বেলপাহাড়ির খাট্টাধরা প্রত্যন্ত এলাকার যুবক যুবতীদের জন্য শুরু হল পুলিশের চাকরির প্রস্তুতি ট্রেনিং।
উপস্থিত ছিলেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার বি আর মীনা। সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বেলপাহাড়ির খাট্টাধরা, কাঁকড়াঝোড়, তারাফেনি এলাকার প্রায় তিনশো যুবক-যুবতীকে ট্রেনিং এর জন্যে নির্বাচন করা হয় | কমান্ডিং অফিসার বি আর মীনা বলেন, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী যুবক-যুবতীদের প্যারা-মেলেটারি, কেন্দ্রীয় ও রাজ্যের পুলিশ ফোর্সের চাকুরির জন্য প্রস্তুতি ট্রেনিং এর আয়োজন করা হয়েছে | তিনি আরও বলেন, এলাকার যুবকরা খুবই উৎসাহ দেখিয়েছেন | শারীরিক সক্ষমতার পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হবে |