Breaking News

ভবানীপুরের অনেক ওয়ার্ডেই করোনা রোগী নেই, উপনির্বাচন করানোর দাবি তুলে বললেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের একবার বিধানসভা উপনির্বাচন করানোর দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর দাবি, ভবানীপুরে বেশ কিছু ওয়ার্ডে কোনও করোনা রোগী নেই | বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘ভবানীপুর নিয়ে কলকাতা পুরসভার একটা রিপোর্ট দেখছিলাম | সেখানে অনেক ওয়ার্ডে কোনও করোনা রোগীই নেই|’ সঙ্গে মমতার দাবি, ‘আমরা ওদের বলেছিলাম, রাজ্যসভা তো বটেই, বিধানসভা ভোটের জন্যও আমরা তৈরি | উপনির্বাচন তো হবে একেকটা বিচ্ছিন্ন এলাকায় | তা ছাড়া গোটা রাজ্যেই করোনা এখন অনেকটা কমে এসেছে | বিজেপি সব কটা আসনে হারবে | তাই উপনির্বাচন করাতে চাইছে না |’ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | বিধি অনুসারে ৫ নভেম্বরের মধ্যে তাঁকে রাজ্যের যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে হবে | নইলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে | এই পরিস্থিতিতে ইতিমধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় | তৃণমূলের তরফে জানানো হয়েছে, সেখান থেকেই ভোটে লড়বেন তৃণমূলনেত্রী | এছাড়া আরও ৬টি কেন্দ্রে বকেয়া রয়েছে উপনির্বাচন | তৃণমূলের আশঙ্কা সরকারকে বিপাকে ফেলতে উপ-নির্বাচন করাবে না বিজেপি| তাই আগেভাগেই তৎপর হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা | কিন্তু সেব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি কমিশন | ওদিকে বিজেপির দাবি, পুরনির্বাচন | আগে পুর নির্বাচন করাক রাজ্য সরকার | তার পর বিধানসভা উপনির্বাচনের ভাবনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *