অভিষেক সাহা :- গ্রাম পঞ্চায়েত দফতরের ভিতরেই তৃণমূলের প্রধান ও দলেরই কয়েকজন সদস্যের সংঘর্ষে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার এই ঘটনায় মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এমনকি এই ঘটনাকে ঘিরে হরিশ্চন্দ্রপুরে দলের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে।
অভিযোগ, দুপক্ষের অনুগামীরাই এদিন লোহার রড, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি এতোটাই চরমে ওঠে যে একে অন্যের গলায় চাদর, মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও হয়। লোহার রডের আঘাতে প্রধান ও এক সদস্যের মাথা ফেটেছে বলেও অভিযোগ। প্রসঙ্গত, টেন্ডারে বেনিয়ম হচ্ছে কেন, প্রধানের কাছে সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন দলেরই তিন সদস্য। ঠি সেই সময়ই প্রধান দলবল নিয়ে তাদের উপরে হামলা চালান। যদিও সদস্যদের বিরুদ্ধে পাল্টা হামলা ও ভাচুরের অভিুযোগ তুলেছেন প্রধানও। এই ঘটনায় জখম হয়েছেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ইতিমধ্যেই দুই পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পঞ্চায়েত সূত্রে খবর, সদস্যদের অন্ধকারে রেখে প্রধান একতরফা সব কাজ করছেন। এই গোটা ঘটনাই বৃহস্পতিবার বিডিওর কাছে অভিযোগ করেছেন দলেরই সদস্য রফিকুল ইসলাম ও আরোও দুই সদস্য। বিডিও অফিস থেকে তারা সোজা পঞ্চায়েত দফতরে যান। সেখানেই প্রধান ও সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে বচসা শুরু হয়। বচসার সময়েই দুপক্ষের অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।