দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুপুর ১২ টা নাগাদ আচমকাই ভবানী ভবনের বাইরে অ্যাপোয়েন্টমেন্ট লেটার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু চাকরিপ্রার্থী | জানা যায় পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের তরফে এই বিক্ষোভ দেখানো হয়েছে | বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট নির্দেশ দিলেও কেন চাকরি দেওয়া হচ্ছে না বা চাকরিতে নিয়োগ করা হচ্ছে না | পরিস্থিতি বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের তরফে বারবার বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হলেও না বিক্ষোভ না তোলায় বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয় | তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে |২০১৯ সালে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ হওয়ার কথা ছিল | সেই মর্মে ২০২১ জানুয়ারি মাসে চলে আসে জয়েনিং লেটারও | সার্ভিস বুকে সাইনও হয়ে যায় | কিন্তু ২০২০ মাসের নভেম্বরে স্যাটের একটি মামলাকে ঘিরে কলকাতা হাইকোর্ট নিয়োগে স্থগিতাদেশ দেয় | ৩ মাসের মধ্যে মামলার নিস্পত্তিরও নির্দেশ দেওয়া হয় | কিন্তু সেই মামলার ৯ মাস গড়িয়ে গেলেও নিস্পত্তি হয়নি | ফলে আটকে রয়েছে কনস্টেবল পদে নিয়োগ | আর তাই শেষপর্যন্ত অপেক্ষার বাঁধ ভাঙে চাকরিপ্রার্থীদের | সোমবার প্রায় ৫০০০ চাকরিপ্রার্থী এসে ভবানী ভবনে এসে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন | মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, যাতে দ্রুত জয়েনিং-এর ব্যবস্থা করা হয় | বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের অনুরোধ করতে আগেই বাইরে আসেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া | কিন্তু তাতেও কোনও সমস্যার সমাধান হয়নি | বিক্ষোভ দেখাতে থাকে চাকরিপ্রার্থীরা| পুলিশের তরফে ফের অনুরোধ করা হয় বলা হয় পাঁচ মিনিটের মধ্যে উঠে যেতে কিন্তু তাতেও কর্ণপাত না করায় পুলিশের তরফে সরিয়ে দেওয়া হয়। কিছুজনকে গ্রেফতার করে পুলিশ | তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় | যেহেতু ভবানী ভবন খুবই স্পর্শকাতর একটি এলাকা ও রাজ্যপুলিশের সদর দফতর তাই তার সামনে এই বিক্ষোভ দেখানো নিয়ে হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের |