নিজস্ব সংবাদদাতা :- ভোটের আগেই দিন দিন বাড়ছে অশান্তির আগুন, কখনো গোষ্ঠীদ্বন্দ তো কখনো বিরোধী দলের লড়াই। ভোট লড়াইয়ের ময়দানে ইতিমধ্যেই সরগরম অবস্থা কোচবিহারের দিনহাটায়। গতকাল বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে পড়েছে কোচবিহারের দিনহাটা।
যদিও এই গোটা ঘটনায় অভিযোগের তীর গিয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কিন্তু সব নিয়ম মাফিক সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। প্রসঙ্গত, গতকাল রাতে দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে টাঙানো ফ্লেক্সে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা। এমনকি এই ঘটনার পরেই চিন্তিত হয়ে পড়েন এলাকার একাধিক মানুষ। এরপর স্থানীয় সূত্রে খবর পেতেই ওই এলাকায় পুলিশ আসে। এই ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো অধরা দুষ্কৃতিরা। প্রসঙ্গত, নিজেদের জায়গায় ফিরে পেতে ক্রমেই মরিয়া হয়ে উঠছে বাংলার শাসক দল, অন্যদিকে নিজেদের জায়গাও ছেড়ে দিতে নারাজ গেরুয়া শিবির। ভোট পর্ব নিয়ে দুই দলের মধ্যেই চলছে একে অপরকে টেক্কা দেওয়ার খেলা। দুই দলের প্রস্তুতির মাঝেই বেশ কিছুদিন প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের খবর।