নিজস্ব সংবাদদাতা :- আজই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় | এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনেকেই এরকম করেছেন | রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন | কিন্তু তৃণমূলের বিধায়ক আছেন এখনও, দলে আছেন | যতক্ষণ না ওই দল ছাড়ছেন, আমরা কিছু করতে পারব না| কিন্তু আমরা তাঁর জন্য অপেক্ষা করব।” এদিন রাজীবের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘আসুন, নতুন বাংলা গড়ার জন্য বিজেপির সঙ্গে হাত মেলান’|
প্রসঙ্গত, কিছুদিন যাবৎ রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল | বিভিন্ন সময় তাঁর একাধিক মন্তব্য, দলের বৈঠকে যোগদান না করাই স্পষ্ট হয়ে উঠছিল তৃণমূলের প্রতি তাঁর ক্ষোভের সুর | তাহলে শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার কি তাহলে রাজীব বন্দোপাধ্যায়?তবে কি গেরুয়া শিবিরের দিকে পা বাড়াতে চলেছেন রাজীব? এক্ষেত্রে কি শুভেন্দু অধিকারীকে অনুসরণ করবেন তিনি?আগামী সময়ই তার উত্তর দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল | কিন্তু, আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সেই চিত্রটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে |