দেবাশীষ পাল, মালদহ :- জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে | বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় |আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা | পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সেখ হেনা (৪৫) | বাড়ি মালদহের রতুয়া থানার সাহাপুর এলাকায় | এই ঘটনার পর থেকে অভিযুক্ত সেখ নাজির পলাতক| আহত সেখ হেনার অভিযোগ তাদের জমির পাশেই রয়েছে নাজিরের জমি | জমির আল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও তাদের বচসা হয়েছিল | বুধবার রাতে গ্রামে আবার ওই বিষয় নিয়ে বচসা শুরু হয় | সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেখ নাজির বলে অভিযোগ | তার বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ব্যক্তি | আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা | সেখানে তার চিকিৎসা চলে | তবে কি কারণে এই ঘটনা তার প্রকৃত তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ | অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ |