দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফলপ্রকাশ হল ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল | করোনার জন্য এবছরে পরীক্ষা নেওয়া হয়নি | এমনিতে মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হওয়ার পর সকলের চোখ ছিল উচ্চ মাধ্যমিকের দিকে| সেই পর্যায় না গেলেও পাশের হারে নিরিখে এবারও রেকর্ড তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিকে | সমস্ত রেকর্ড ভেঙেচুরে এবার ৯৭.৬৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন | গতবার যে হার প্রায় চার শতাংশ বেড়ে ৯০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল | সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯ | উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন | এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ১৯ হাজার ২০২ | তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন | পাশের হার ৯৭.৬৯ শতাংশ | সব জেলার পাশের হার ৯০ শতাংশের বেশি | এ বছর কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ | বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৭৭ শতাশ,বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৯.০৮ শতাংশ পড়ুয়া | এবার কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই |উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ছেলে ও মেয়েদের পাশের হার প্রায় সমান | ৯৭.৩৩ শতাংশ | তবে এবার গতবারের তুলনায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন | উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২০ সালে একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন | সেই উত্তরপত্র রিভিউ করা যাবে | সেই রিভিউয়ের জন্য আগামী ২৬ জুলাই দুপুর তিনটের মধ্যে শুধুমাত্র প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে পারবেন পড়ুয়ারা | তারপর সেই উত্তরপত্র পর্যালোচনা করে দেখবেন বিশেষজ্ঞরা | সেই রিভিউয়ে যা নম্বর হবে, তা চূড়ান্ত বলে বিবেচনা করা হব| সেইসঙ্গে সংসদের সভাপতি জানান, আগেই স্কুলগুলিকে একাদশ শ্রেণির উত্তরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল | কিছু বিদ্যালয় দেরী করে একাদশ শ্রেণীর রেজাল্ট পাঠিয়েছে | কিছু বিদ্যালয় আবার ত্রুটিযুক্ত রেজাল্ট পাঠিয়েছে | আগামীকাল স্কুলে রেজাল্ট দেওয়া হবে| মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে খুশি না হলে পরীক্ষায় বসার সুযোগ | আগামীকাল বেলা ১১ টা থেকে পর্ষদের ৫২ টি কেন্দ্র থেকে রেজাল্ট দেওয়া হবে |
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
১) wbresults.nic.in
২) www.exametc.com
৩) www.results.shiksha
৪) www.indiaresults.com
ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে |
২) ‘WBCHSE class 12 results’ লিঙ্কে ক্লিক করতে হবে |
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে |
৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে |
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে |
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো |
SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070 |
২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750 |