Breaking News

মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু, ১ সেপ্টেম্বর থেকে জারি, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে প্রতিশ্রুতি মতোই তৃতীয়বার সরকারে এসেই একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন, নতুন কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের পর এবার বাস্তবায়ন হতে চলেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’| এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ১ সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যে মহিলারা | নবান্ন থেকে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‌লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে সুবিধা পেতে শুরু করবেন মহিলারা | তার জন্য দিতে হবে দরখাস্ত| দুয়ারে সরকার শুরু হচ্ছে ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর | সেখানে মা–বোনেরা আবেদন করবেন | তপশিলী জাতি-উপজাতির মহিলারা পাবেন মাসে ১০০০ টাকা | আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাবেন | স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই হবে। তাও দরখাস্তপত্র নিয়ে যাবেন |’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবেদন যখনই জমা করুন না কেন, এই প্রকল্পের সুবিধা সেপ্টেম্বর থেকেই হিসেব করে দেওয়া হবে | যাতে পুজোর আগেই রাজ্যের মহিলাদের হাতে নগদ টাকা পৌঁছে যায়, তার জন্য অতিরিক্ত কর্মীদের এই কাজে লাগানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী | এর আগে রাজ্য বাজেটে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের মহিলাদের জন্যই এই নতুন প্রকল্প চালু করা হবে | এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যারা পেনশন পান বা স্থায়ী চাকুরীজীবী ছাড়া ২৫ থেকে ৬০ বছর বয়সী প্রত্যেক মহিলারাই এই সুবিধা পাবেন | এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত পাবেন মহিলারা। রাজ্যের দাবি, এতে অন্তত ১.৬ কোটি পরিবার উপকৃত হবে | কিন্তু তেমনই আনুমানিক খরচ প্রায় ১৫,০০০ কোটি টাকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *