Breaking News

শিক্ষকদের বাড়ির কাছেই চাকরির বদলি, ‘উৎসশ্রী’ প্রকল্প চালু মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার শিক্ষকদের নিজের বাড়ির কাছে বা জেলায় বদলির নির্দেশ মুখ্যমন্ত্রীর | প্রত্যেক কর্মরত শিক্ষক নিজের বাড়ির কাছে বা জেলায় চাকরি করতে পারবেন | শুধুমাত্র আবেদন করতে হবে, যার জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | খোলা হয়েছে একটি পোর্টাল, এই প্রকল্পের নাম ‘উৎসশ্রী’ |রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে লক্ষ্মীবারে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মূলত যে শিক্ষকরা বদলি চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা বলেন জানান মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, ‘শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প | যাঁরা নিজেদের জেলায় বদলি চান, বা বাড়ির সামনে কোনও স্কুলে তাঁদের ক্ষেত্রে | তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয় | এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয় | অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে| যেখানে শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন| শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে | এই পোর্টালটির নাম উৎসশ্রী | যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী |’ এমন আছে চাকরিসূত্রে বহু শিক্ষককে নিজের ঘর ছেড়ে অন্য জেলায় বাড়ি ভাড়া নিয়ে পড়ে থাকতে হয়, বা নিত্য যাতায়াত করতে হয় | শুধু শিক্ষক নয়, তালিকায় রয়েছে এমন বহু শিক্ষিকাও | দীর্ঘদিন ধরেই একটা সমস্যা ছিল, শিক্ষক-শিক্ষিকারা বারবার অভিযোগ জানিয়েছেন | তাই এবার নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের ভিত্তিতে গতবছরি একটি পোর্টাল খোলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় | তখনই জানানো হয়, আলোচনার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা এই পোর্টালে আবেদন জানাতে পারবেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে আর স্কুলের এনওসি লাগবে না | দিতে হবে না কোনও টাকা, শুধুমাত্র মিউচুয়াল আলোচনার মাধ্যমে বদলি করা হবে | আর এবারে সেই সংক্রান্ত প্রকল্প ও পোর্টাল লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার শিক্ষকদের নিজের বাড়ির কাছে বা জেলায় বদলির নির্দেশ মুখ্যমন্ত্রীর | প্রত্যেক কর্মরত শিক্ষক নিজের বাড়ির কাছে বা জেলায় চাকরি করতে পারবেন | শুধুমাত্র আবেদন করতে হবে, যার জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | খোলা হয়েছে একটি পোর্টাল, এই প্রকল্পের নাম ‘উৎসশ্রী’ |রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে লক্ষ্মীবারে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মূলত যে শিক্ষকরা বদলি চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা বলেন জানান মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, ‘শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প | যাঁরা নিজেদের জেলায় বদলি চান, বা বাড়ির সামনে কোনও স্কুলে তাঁদের ক্ষেত্রে | তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয় | এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয় | অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে| যেখানে শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন | শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে | এই পোর্টালটির নাম উৎসশ্রী | যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী |’ এমন আছে চাকরিসূত্রে বহু শিক্ষককে নিজের ঘর ছেড়ে অন্য জেলায় বাড়ি ভাড়া নিয়ে পড়ে থাকতে হয়, বা নিত্য যাতায়াত করতে হয় | শুধু শিক্ষক নয়, তালিকায় রয়েছে এমন বহু শিক্ষিকাও | দীর্ঘদিন ধরেই একটা সমস্যা ছিল, শিক্ষক-শিক্ষিকারা বারবার অভিযোগ জানিয়েছেন | তাই এবার নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের ভিত্তিতে গতবছরই একটি পোর্টাল খোলেন পার্থ চট্ট্যোপাধ্যায় | তখনই জানানো হয়, আলোচনার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা এই পোর্টালে আবেদন জানাতে পারবেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে আর স্কুলের এনওসি লাগবে না | দিতে হবে না কোনও টাকা, শুধুমাত্র মিউচুয়াল আলোচনার মাধ্যমে বদলি করা হবে | আর এবারে সেই সংক্রান্ত প্রকল্প ও পোর্টাল লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *