Breaking News

সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আপামর জনগন,চাকদহ পৌরসভায় বিক্ষোভ বামেদের

রজত সেন :- দীর্ঘদিন ধরেই হয়নি রাজ্যের পৌরসভা নির্বাচন, ফলত প্রতিটি পৌরসভার অন্তর্ভুক্ত এলাকায় বসবাসকারী মানুষজন সব ধরণের উন্নয়নমূলক সরকারি পরিষেবা থেকেই বঞ্চিত হচ্ছেন। সামাজিক উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আপামর জনসাধারণকে পোহাতে হচ্ছে একাধিক সমস্যা। আর সেই প্রতিবাদেই আজ চাকদহ পৌরসভায় দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চাকদহ বাম সংগঠনের কর্মী-সমর্থকরা।

তাদের দাবি, নাম মাত্রই প্রশাসন পৌরসভা চালাচ্ছেন পৌরসভার শাসক দল। যার ফলে দীর্ঘদিন ধরে পরিষেবা থেকে বঞ্চিত পৌরসভা অধীনস্থ বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে যে দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছে তাও এক প্রকার মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বলে এইদিন বিক্ষোভ মঞ্চ থেকে দাবি করেন বাম নেতৃত্ব। বামপন্থী নেতাদের আরো দাবি প্রতিটি মানুষের কাছ থেকে পরিষেবা দেওয়ার নাম করে ফর্ম ফিলাপ করে তা তৃণমূলের দলীয় কার্যালয় গুলিতে পড়ে থাকছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই জমি দখলের লড়াইয়ে নেমে এই মানুষ ঠকানো কাজকর্ম করে চলেছেন তৃণমূল সরকার। এমনকি জল প্রকল্প নিয়েও দুর্নীতি করছে তারা। এছাড়াও শাসকদলের এই অসাংবিধানিক কার্যকলাপে বিঘ্নিত হচ্ছে বাংলার গণতন্ত্র। প্রশাসনের হাতে পৌরসভার দায়িত্বভার দেওয়ার পরেও কোন উন্নয়ন হচ্ছে না পৌরসভা অধীনস্ত নাগরিকদের। মূলত প্রশাসন তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে বলেও দাবি বাম নেতৃত্বের। এছাড়াও চাকদাহ পৌরসভার অন্তর্গত এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজের স্বার্থেই তাদের এই দিনের বিক্ষোভ কর্মসূচি বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। প্রশাসনের তরফে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন বলেও বিক্ষোভ মঞ্চ থেকে এই দিন দাবি করলেন বামপন্থী নেতৃত্ববৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *