সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- আবারো রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার তুলসীচারা এলাকা। অভিযোগের তীর তৃনমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে তৃণমূল বাড়ি ভাঙচুর করে। এমনকি লুটপাট, মহিলাদের মারধরের ঘটনায় উত্তপ্ত পটাশপুর থানার তুলসীচারা এলাকা।
এছাড়াও বহিরাগত দুষ্কৃতীদের আমদানি করে সন্ত্রাস সংগঠিত করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনায় বাধা দিয়ে আক্রান্ত হয়েছেন মহিলা, শিশু, বৃদ্ধ সকলেই। এমনকি এই ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাববোধ করছেন তাঁরা। এই ঘটনায় শুক্রবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আতঙ্কিত মানুষজন। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূলও। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও স্বাভাবিক হয়েছে।