Breaking News

প্রতিটি বিষয়ে সফল হলেও মোট যোগফলে ফেল!উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে পেয়ে ঝাড়গ্রামে পথ অবরোধ পড়ুয়াদের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে সফল হলেও মোট যোগফলে ফেল | উচ্চ মাধ্যমিকের এমনি সব মার্কশিট হাতে পেয়ে রীতিমতো ক্ষিপ্ত ঝাড়গ্রামের সেবায়তন হাইস্কুলের বেশ কিছু ছাত্র-ছাত্রী | এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার তারা তিন ঘণ্টা পথ অবরোধ করে | অবরোধের ফলে এদিন বেলা ১১টা থেকে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাজ্য সড়কে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় | সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা | করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়নি। বিশেষ পদ্ধতি অবলম্বন করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে| আর তাতেও ভুলে ভরা মার্কশিট পেয়ে চিন্তিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা | এই ধরনের মার্কশিট হাতে পেয়ে ঝাড়গ্রামে হতাশ প্রায় ২০জন ছাত্র-ছাত্রী | ভবিষ্যতের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়েছে অনেকেই | এদিন ঝাড়গ্রামের সেবায়তন হাইস্কুলের শিক্ষার্থীরা মার্কশিট আনতে গিয়ে এই একাণ্ড দেখে রীতিমতো হতবাক হয়ে যায় | অনেকে আবার স্কুলের মধ্যে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়ে | এর মধ্যে কিছু ছাত্র-ছাত্রী স্কুলের কয়েকজন শিক্ষকের কাছে ঘটনার কারণ জানতে চায়| সন্তোষজনক উত্তর না পেয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলের সামনে রাস্তা অবরোধ শুরু করে তারা | প্রায় তিন ঘন্টা পর শিক্ষকদের হস্তক্ষেপে অবরোধ ওঠে | শুধু ঝাড়গ্রামই নয়, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ | সকলের একটা দাবি যে নম্বর অনেকটাই কম মিলেছে | এছাড়া অকৃতকার্য পড়ুয়াদেরও বিক্ষোভ জারি ছিল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *