নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যে আরও একদিন বাড়ল পরীক্ষা কিন্তু কমলো দৈনিক সংক্রমণ | একই সঙ্গে কমল দৈনিক মৃত্যুও | গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩০ জন | গতকাল সংখ্যাটা ছিল ৮৪২ | শুক্রবারের তুলনায় এদিন মৃত্যু সংখ্যা অর্ধেক | গত একদিনে সারা রাজ্যে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের| গতকাল যে সংখ্যাটা ছিল ১৬ | একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২০ জন | শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে ছিল | অথচ শনিবার ফের কমল সংক্রমণ | রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে | তার মধ্যে ৭৩০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩ | নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও আগের দিনের তুলনায় কমেছে | শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ শতাংশে |তবে দৈনিক শনাক্তের সংখ্যা কমার পাশাপাশি কমল মৃত্যুও | স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে নতুন করে ঢলে পড়েছেন ৮ জন | এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৬৪ জন| মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ৯২০ জন | মোট সুস্থ হলেন ১৪ লক্ষ ৯২ হাজার ৮৭৮ জন | সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৩ শতাংশে |
একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৯৮ | যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৯১| অন্যদিকে সপ্তাহান্তেও সর্বোচ্চ সংক্রমনের নিরিখে শীর্ষে ফের দার্জিলিং | শেষ ২৪ ঘণ্টায় ওই জেলায় নতুন করে ৮৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে | দৈনিক সংক্রমণে কলকাতা, উত্তর ২৪ পরগণাকে টপকে রাজ্যে শীর্ষে উঠে এসেছিল শুক্রবারই | এদিন মৃত্যু হয়েছে একজনের | উত্তর ২৪ পরগণায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ জন | সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে এদিন | কলকাতায় ৫৮ জন আক্রান্ত হয়েছেন | মৃত্যু হয়েছে দু’জনের। দক্ষিণ ২৪ পরগণায় ৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে|