প্রসেনজিৎ ধর, কলকাতা :- টাকার বদলে টিকা দেওয়ার গুজবে উত্তেজনা ছড়াল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে | শনিবার এই ঘটনায় প্রতিষ্ঠানটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় | প্রতিষ্ঠানের অধিকর্তা স্পষ্ট করেছেন টাকার বদলে টিকা দেওয়ার অভিযোগ সত্য নয় | পুলিশ গিয়ে ২ মহিলাকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে | অভিযোগ, শনিবার সকাল ১০টা নাগাদ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে টিকাকরণ শুরু হতেই ২ জন মহিলা প্রায় ৩০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে টিকাকরণ কেন্দ্রের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন|বাধা দেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন বলে অভিযোগ | এর মধ্যে একজন বলে ওঠেন, টিকা পেতে ৩০০ টাকা দিয়েছেন তিনি | এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় | টাকার বিনিময়ে টিকা দেওয়া হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন মানুষজন |যে ২ জন মহিলা বাকিদের ভিতরে ঢোকানোর চেষ্টা করছিলেন তাঁদের আটক করে জনতা | ধৃতদের নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে কলকাতা পুলিশের ফাঁড়িতে | সেখানে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাগুইআটির একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি তাঁরা | স্থানীয় বৃদ্ধ-বৃদ্ধাদের রোজ বাসে করে টিকাকরণের জন্য নিয়ে আসেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে | এ বিষয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্চা শুভাশিস গুহ বলেন, ‘কোনও বেআইনি কাজ হয়নি| স্বেচ্ছাসেবী সংস্থা কিছু মানুষকে টিকাকরণের জন্য নিয়ে এসেছিল | টিকার বদলে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন|’