দেবরীনা মণ্ডল সাহা :- একুশে জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকেই বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | দিল্লিতে বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি | আগামী বুধবার বিকেলে বঙ্গভবনে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের | এখন দেখবার মমতার আমন্ত্রণে হাজির থাকেন কে কে | একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| ২০২৪ লোকসভা নির্বাচনকে টার্গেট করতে হলে এটাই সঠিক সময় বলেই দাবি করেছিলেন তিনি|জানিয়েছিলেন, ২৬-৩০ জুলাই দিল্লিতে থাকবেন | শরদ পাওয়ার,পি চিদাম্বরমজি ওই সময় দিল্লিতে কোনও বৈঠকের আয়োজন করলে তিনি উপস্থিত থাকবেন | সূত্রের খবর, বুধবার দুপুর ১২.৩০ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী| তারপর ফিরবেন বঙ্গভবনে | সেখানে বিরোধী দলগুলির নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলনেত্রী|সূত্রের খবর, সেই বৈঠকে কংগ্রেস নেতা পি চিদাম্বরম, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ারকে আমন্ত্রণ জানাতে চলেছে তৃণমূল | এছাড়া তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা নেতাদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে | কোভিড বিধি মেনে দিল্লিতে আয়োজিত হতে চলেছে অ-বিজেপি রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠক | এখন দেখবার বিষয় মমতার ডাকে সাড়া দিয়ে অ-বিজেপি কোন কোন রাজনৈতিক দলগুলি বৈঠকে যোগ দিতে চলেছেন|