Breaking News

মধ্যরাতে বিস্ফোরণ!‌কেষ্টপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- গভীর রাতের শহরে ফের অগ্নিকাণ্ড | মধ্যরাতে আচমকাই বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন লেগে যায় কেষ্টপুরের একটি ঝুপড়িতে | খবর দেওয়া হয় দমকলে| দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে | খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু| ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে | আহত হয়েছেন দমকলের দুইজন কর্মী বলে সূত্রের খবর | ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের শতরুপ পল্লির এক ঝুপড়িতে| ওই ঝুপড়িতে শনিবার মধ্যরাতে ২ টো নাগাদ আচমকাই বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় মানুষজন | কয়েকজন বিষয়টি দেখতে গিয়েই দেখেন আগুন ধরে গিয়েছে ঝুপড়িতে | ওই ঝুপড়িতে ছিল বেশকয়েকটি খাবারের দোকান ও সাইকেলের গ্যারেজ|

কিছু কিছু ঝুপড়িতে মানুষজন বাস করতেন। ঝুপড়িরই কোনও খাবারের দোকানের সিলিন্ডার ফেটে ওই শব্দ হয়েছে বলেই দাবি বাসিন্দাদের | স্থানীয় বাসিন্দারা আগুন দেখেতে পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে | প্রথমে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন আসে | এরপর এক এক করে পৌঁছয় দমকলের ১৫ টি ইঞ্জিন | আগুনের পরিমাণ আন্দাজ করতে ঝুপড়ির ভিতরে পাঠানো হয় রোবট | আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটে জখম হন দুজন দমকলকর্মী | ওই কর্মীদের দুটি হাত আগুনে ঝলসে গিয়েছে | তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য | এরপর লাগাতার তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে | তবে এদিন সকাল পর্যন্ত ঝুপড়ির বেশ কিছু জায়গায় ধিক ধিক করে আগুন জ্বলতে দেখা যায়। |কিন্তু রোধ করা গিয়েছে আগুনের লেলিহান শিখা | এখানে ৫০টি ঝুপড়ি ছিল এই শতরূপা পল্লীতে | আগুনে গ্রাসে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে | তবে মৃতের কোনও খবর নেই। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘এখানে অনেক মানুষের দোকান ছিল। সব পুড়ে গিয়েছে | আমি বলেছি তালিকা তৈরি করে দিতে | তবে কেউ হতাহত হননি | সিলিন্ডার ফেটেছে | তবে অনেক বড় দুর্ঘটনা ঘটে পারত |’আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি | দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরেই আগুন লাগে ঝুপড়িতে| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *