নিজস্ব সংবাদদাতা :- ফের দুর্বল হয়ে পড়ল বাংলার শাসক দল, এদিন দল থেকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। যদিও এই ঘটনায় বৈশালীর প্রতিক্রিয়া, “আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, অন্য দল থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেন। আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম, দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না, তাদের সরিয়ে দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তি মানুষের এখানে জায়গা নেই। নেতাদের সঙ্গে আস্তে আস্তে স্বচ্ছ ভাবমূর্তির ভোটাররাও সরে যাবে।”
প্রসঙ্গত, নিজেদের জায়গায় ফিরে পেতে ক্রমেই মরিয়া হয়ে উঠছে বাংলার শাসক দল, অন্যদিকে নিজেদের জায়গাও ছেড়ে দিতে নারাজ গেরুয়া শিবির। নতুন বছর আসতেই শুরু হয়ে গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। এমনকি ভোট দামামা বাজতেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। মিটিং, মিছিল, দেওয়াল লিখন এর মাঝে চলছে জোর জল্পনা। এরমধ্যেই একে দল ত্যাগ করেছেন একাধিক তৃণমূল নেতা, আর এবার খোদ দল থেকেই বহিষ্কার করা হল বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে।