Breaking News

উত্তর দিনাজপুরের করণদিঘিতে এটিএম ভেঙে ৩২ লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা!এটিএম-এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- নিরাপত্তারক্ষীহীন এটিএম ভেঙে ৩২ লক্ষ টাকা লুছ করে চম্পট দিল দুস্কৃতীরা | রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙিদিঘি বাসস্ট্যান্ড এলাকায় | ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশবাহিনী | পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুঙিদিঘি বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের একটি এটিএম রয়েছে | ওই এটিএমটিতে কোনও নিরাপত্তারক্ষী ছিল না | স্থানীয় বাসিন্দারা আজ সকালে এটিএমটি ভাঙা অবস্থায় দেখতে দেখতে পেয়ে খবর দেন করনদিঘি থানার পুলিশকে | করণদিঘি থানার পুলিশকর্মী ও স্টেট ব্যাঙ্কের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন| দেখা যায় এটিএম ভাঙা ব্যাঙ্ক সূত্রের খবর ওই এটিএমে ৩২ লক্ষ টাকা ছিল | রবিবার ভোররাতে মেশিন ভেঙে দুস্কৃতীরা টাকা লুঠ করে নিয়ে যায় | এমনই দুঃসাহসিক এটিএমে লুঠের ঘটনায় টুঙিদিঘি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে |ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এটিএম রক্ষণাবেক্ষণ সংস্থাকে খবর দেওয়া হয়েছে | ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এটিএমে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এটিএম লুটের ঘটনার তদন্ত শুরু করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *