Breaking News

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলা ভুল হয়েছিল, ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ!’আগস্ট বিপ্লবের’ হুঁশিয়ারি সৌমিত্রের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফেসবুকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় যুব মোর্চার কার্যকারিণীর বৈঠকে ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ| গত ৭ জুলাই যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা ঘোষণা করে ফেসবুক লাইভ করেন সৌমিত্র | সেখানে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি বলেন, ‘বিরোধী দলনেতা নিজেকে বিরাট করে জাহির করছেন | যখন উনি তৃণমূলে ছিলেন তখনও নিজেকে বিশাল কিছু মনে করতেন | মনে হচ্ছে, দলে শুধু ওঁরই অবদান রয়েছে, আমাদের কোনও ত্যাগ নেই | নতুন নেতা হঠাৎ করে এসে যে ভাবে দিল্লির নেতাদের ভুল বোঝাচ্ছেন, তাতে গোটা দল একটা জেলার মধ্যে চলে আসছে|’ দিলীপ ঘোষকে নিয়ে সৌমিত্র বলেন, ‘আমাদের রাজ্য সভাপতিকে কিছু বললে অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না |’এরপরই সৌমিত্রর দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয় | ময়দানে নামে বিজেপির শীর্ষ নেতৃত্ব ও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য | রবিবার কলকাতায় দলের কার্যালয়ে বসেছিল এক বিশেষ বৈঠক | সেখানেই হাজির থাকার কথা বলা হয়েছিল সৌমিত্রকে | তিনি এসেছিলেন | সূত্রের খবর সেখানেই তিনি তাঁর কৃতকর্মের জন্য নাকি ক্ষমা চেয়ে নিয়েছেন| সেই সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন, আগামী আগস্ট মাস থেকে বৃহত্তর আন্দোলন শুরু করবেন তিনি রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যুব মোর্চাকে সঙ্গে নিয়ে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *