দেবরীনা মণ্ডল সাহা :- মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল নয় জন ব্যক্তির | আচমকাই ধস নেমে রাস্তায় আছড়ে পড়ল পাথরের রাশি| ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নাওর-এ | সাংলা ও চিটকুল রাস্তার মাঝে পাহাড় থেকে ধস নেমে পাথর পড়তে থাকে | তারপরেই চলন্ত টেম্পোর উপর পাথর আছড়ে পড়ায় ওই টেম্পোতে থাকা ৯ জনের মৃত্যু হয় | আচমকাই এই ধসের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে | গুরুতর আহত হয়েছেন আরও চারজন | যাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে | জানা গেছে, আজ দুপুর ১.৩০ টা নাগাদ সাংলা ও চিটকুলের মাঝে রাস্তার হুরমুড়িয়ে আচমকাই পড়তে থাকে তখন একজন টেম্পো করে ১১ জন ব্যক্তি সাংলার দিকে যাচ্ছিলেন, তারপরেই আচমকা পাথর পড়ে পিষ্ট হয়ে মৃত্যু ৯ জনের |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের কাউকেই চেনা যায়নি এখনও পর্যন্ত | সকলেই ভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কেউ এক পরিবারের সদস্য নন |উদ্ধারকাজ চলছে, বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে | পাথর চাপা পড়ে আটজন টেম্পো যাত্রী ঘটনাস্থলেই প্রয়াত হয়েছেন | একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছেন | এই ঘটনায় একজন স্থানীয় ব্যক্তিই আহত হয়েছেন বলে জানা গিয়েছে | ওই রাস্তায় গত শনিবার থেকে লাগাতার ধস নামছে | পাথর আছড়ে পড়ায় দুই প্রান্ত সংযোগকারী সেতু পুরোপুরি ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে|