নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- প্রকাশ্য রাস্তায় দুস্কৃতি দৌরাত্ম্য | গতকাল রাতেই বাজার করে ফেরার পথে আক্রান্ত হলেন এক যুবক | ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এর ধর্মতলা এলাকায় | গতকাল রাতেই বাজার করে ফিরছিলেন বাদল নস্কর নামে ওই যুবক | জানা গিয়েছে, তখনই তার উপর আচমকা আক্রমণ করেন কিছু দুষ্কৃতী | গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই তাঁকে কোপাতে শুরু করে দুস্কৃতীরা | বাদল নস্করকে পথ আটকে দিয়ে প্রথমে বোমা ছোঁড়ে ও গুলি করে ওই দুষ্কৃতীরা | অভিযোগ রাস্তাতে কার্যত পূর্ব পরিকল্পিতভাবেই তার পথ আটকায় দুষ্কৃতীরা | আসলে আগে থেকেই সেখানে ১০-১২জন দুষ্কৃতী সুযোগের জন্য অপেক্ষা করছিল | বাদল এগিয়ে আসতেই গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা | এর সঙ্গেই চলে বোমাবাজি | রাস্তাতেই গুলিবিদ্ধ হন বাদল নস্কর | বাদলকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় | সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয় | এদিকে স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থল থেকে কাছেই বাজার বসে | গুলি ও বোমার শব্দ শুনে চলে আসেন স্থানীয়রা | তারাই বাদলকে উদ্ধার করেন | কিন্তু কারা রয়েছে এই ঘটনার পেছনে? পরিবারের দাবি স্থানীয় দুষ্কৃতী রফিকুল সর্দার ও তার সঙ্গীরা বাদলকে খুনের ছক কষেছিল | কিন্তু বাসিন্দারা বেরিয়ে পড়ায় শেষ পর্যন্ত বাদলের মৃত্যু তারা নিশ্চিত করতে পারেনি | দ্রুত তারা এলাকা ছেড়ে চম্পট দেয় | এরপর এদিকে গোটা ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে | গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ | পুরানো কোনও শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে |