নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হল একটি শিশু কন্যা | সোমবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার ইন্দ্রাণ গ্রামের ঘটনা| আহত কিশোরীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে | কোথা থেকে বোমা এল, তদন্তে নেমেছে পুলিশ | পূর্ণিমা সাহা নামে ওই শিশুর বাবা জানিয়েছেন, দুপুরে মাঠের পাশে পুকুরে পাট ধুচ্ছিলাম | তখন বিকট আওয়াজ শুনতে পাই | ছুটে এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ৪ বছরের মেয়ে | কে বা কারা বোমা রেখে গেল তা বলতে পারেননি শিশুর পরিজনরা | আহত শিশুটিকে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজে ভর্তি করা হয়েছে | তার বাঁ হাতটি গুরুতর জখম হয়েছে | চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হবে তাকে | দরকারে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন তাঁরা | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ| বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে তারা | এই ঘটনার জন্য শাসক-বিরোধী রাজনৈতিক দলের চাপানউতর অব্যাহত | এ বিষয়ে,সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমুল কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত সদস্য আবু নইম চাঁদ জানিয়েছেন, ‘একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে | একটি শিশু আহতও হয়েছে | আমি হাসপাতালে যাচ্ছি, শুনেছি শিশুটিকে রেফার করা হয়েছে | তবে এই বোমাবাজির ঘটনা দুস্কৃতীরাই করেছে | এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই |’ ঘটনার জেরে জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারের দাবী, ‘রাজ্যে অশান্তির বাতাবরণ করে রেখেছে তৃণমুল কংগ্রেস | ভোট পরবর্তী ঘটনাগুলোর ধারাবাহিকতা বজায় রেখে ইন্দ্রান গ্রামে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে বোমা মারছে| সেই বোমাতেই আহত হয়েছে একটি শিশু কন্যা | আমরা আইনের দ্বারস্থ হব |’ আবার এই ঘটনার জেরেই জেলা আইএনটিটিইউসি’র সভাপতি অরিন্দম সরকারের দাবি, ‘বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে| বিজেপির দলীয় কার্য্যালয় থেকেও বোমা উদ্ধারের ঘটনা ঘটছে| আমাদের কাছে খবর এসেছে বিজেপি কর্মীদের মজুত করা বোমা ফেটে এক শিশু আহত হয়েছে ইন্দ্রাণে |’