নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- সোমবার বীরভূমের লাভপুরের দারকা গ্রামে বিধায়ককে সংবর্ধনা ও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আয়োজন করা হয়েছিল | সেখানেই এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা আবদুর মান্নান| মঞ্চে বিধায়কের সামনেই এবার হুমকি দিয়ে বলেন, ‘আর কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন | সেই নির্বাচনে একজনই প্রার্থী যাবে | আর কোনও বিরোধী যদি মনোনয়ন দাখিল করতে যায় তাহলে সে আর লাভপুর থেকে ফিরে আসতে পারবে না |’ ইতিমধ্যেই এই হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়|এদিন বীরভূমের দারকা গ্রামে বেশকিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ার অনুষ্ঠান ও নব নির্বাচিত বিধায়কদের সম্মান জানানোর অনুষ্ঠানে কার্যত হুমকি দিয়েছেন ওই নেতা | তিনি জানিয়েছেন, ‘আর কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে একজনই প্রার্থী যাবে | আর কোনও বিরোধী যদি নমিনেশন ফাইল করতে যায়, তাহলে সে আর লাভপুর থেকে ফিরে যেতে পারবে না | এমনকি আমাদের দলের কোনও প্রার্থী যদি দলের ঠিক করে দেওয়ার প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ায় তাহলে সেও লাভপুর থেকে বাড়ি যেতে পারবে না |’ যদিও এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির |প্রসঙ্গত, বীরভূম জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস | তবে সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে|’তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল | এবার ফের এই জেলায় শুরু হল বিতর্ক|