দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিভিন্ন স্কুলে অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে | সর্বত্র একই অভিযোগ, ভুল নম্বর দেওয়া হয়েছে স্কুলের তরফে | আর এবার কম নম্বর পাওয়ার অভিযোগ তুমুল বিক্ষোভ হল উত্তর কলকাতার শ্যামবাজার এভি স্কুলে | অভিযোগ, স্কুলের ১৭ জন পরীক্ষার্থী অনেক কম নম্বর পেয়েছেন| সোমবার তারা ওই কম নম্বর পাওয়ার কারণ জানতে ও এনিয়ে পরবর্তীতে কী করা যায় তা জানাতে স্কুলে যান ওইসব পড়ুয়া ও অভিভাবকরা | তাদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তাদের বের করে দেন | পাশাপাশি প্রধান শিক্ষক স্কুলেরই একটি ঘরে নিজেকে লুকিয়ে রাখেন | কম নম্বর পাওয়া এক পড়ুয়ার অভিযোগ, প্রাকটিক্যালে অত্যন্ত কম নম্বর দেওয়া হয়েছে | এত কম নম্বর পাওয়ার কথা নয় | স্যার দরজা বন্ধ করে বসে রয়েছেন, কিছুই বলতে চাইছেন না | অন্য এক পরীক্ষার্থী বলেন, অনেক খেটে প্রাকটিক্যাল করেছিলাম, আমাকে দেওয়া হয়েছে মাত্র ১৯ | সবমিলিয়ে মাত্র ৪৫ শতাংশ মার্কস দেওয়া হয়েছে | পরে তিনতলার একটি ঘর থেকে প্রধান শিক্ষককে খুঁজে পাওয়া যায় | তারপর আর ধৈর্য রাখতে পারেননি অভিভাবকরা | তাঁরা প্রধান শিক্ষকের ঘরে ঢুকে গোটা বিষটির ব্যাখ্যা তলব করেন| তা নিয়ে প্রবল অশান্তির সৃষ্টি হয় | প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা | উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার ওই ঐতিহ্যবাহী স্কুল চত্বর | পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী |অভিভাবকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এভি স্কুলের প্রধান শিক্ষক | দীর্ঘক্ষণ পর ঘেরাও মুক্ত হন তিনি |