Breaking News

করোনার টিকা নিতে কেন লাইনে দাঁড়াতে হবে বৃদ্ধ-বৃদ্ধাদের?সরকারকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কেন করোনার টিকা নিতে লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাদের? জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | সঙ্গে রাজ্যে গ্রামাঞ্চলে টিকাকরণের গতি কেমন তাও জানতে চেয়েছেন ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি |সোমবার টিকাকরণে বেনিয়মের অভিযোগে মোট ৬টি জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে | সেই শুনানিতে রাজ্য ও কেন্দ্রের কাছে টিকাকরণের খতিয়ান চায় আদালত | জবাবে রাজ্য জানায় রাজ্যে এখনো পর্যন্ত ২.০৩ কোটি মানুষের টিকাকরণ হয়েছে| তার মধ্যে ১.৫৮ কোটি মানুষ পেয়েছেন প্রথম ডোজ | ৪৫ লক্ষ মানুষ ২টি ডোজই পেয়েছেন | ২৩ লক্ষ টিকাকরণ হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে | কিন্তু এই পরিসংখ্যানে সন্তুষ্ট হয়নি আদালত | তারা কেন্দ্রের কাছে কোন রাজ্যে কত টিকাকরণ হয়েছে তা জানতে চেয়েছে| আর রাজ্যের কাছে গ্রামাঞ্চলে টিকাকরণের খতিয়ান চেয়েছে হাইকোর্ট | সঙ্গে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, বৃদ্ধাশ্রমগুলিতে কি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে? কেন টিকা নিতে লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের? ভ্যাকসিন নিয়ে এখনও সমস্যা জারি গোটা রাজ্যে | জায়গায় জায়গায় লাইন দেওয়ার ছবি চোখে পড়ছে | দীর্ঘ সময় লাইন দেওয়ার পর ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে, এমন অভিযোগও সামনে এসেছে| এবার রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | গ্রামে টিকাকরণ কী ভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি | ভ্যাকসিন সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয়কেই হলফনামা দিতে হবে | কেন বৃদ্ধদের লাইনে দাঁড়াতে হবে, সেই প্রশ্নও তোলেন বিচারপতি | একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলিকে লাগামছাড়া বিল নিয়ে ধমক দিয়েছেন প্রধান বিচারপতি | তিনি বলেন, সব সময় মুনাফার কথা ভাবলে চলে না। সমাজের প্রতি বেসরকারি হাসপাতালেরও দায়বদ্ধতা রয়েছে। মহামারিকালে কেন এত মোটা বিল ধরাচ্ছে তারা?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *