Breaking News

এবার খাস কলকাতায় ধরা পড়ল ভুয়ো আইপিএস!বাজেয়াপ্ত নীল বাতির গাড়িও,টুইট করলেন যুগ্ম কমিশনার ক্রাইম

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- খাস কলকাতায় এবার ভুয়ো আইপিএস কলকাতা পুলিশের জালে ধরা পড়ল | গ্রেফতার হওয়া ভুয়ো আইপিএস অফিসারের নাম রাজর্ষি ভট্টাচার্য | ভুয়ো আইপিএস নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন| রাজর্ষির গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে | ভুয়ো আইএএস দেবাঞ্জন দিয়ে শুরু হয়েছে, এবার একাধিক ভুয়ো অফিসার কখনও সিবিআই,ধরা পড়ছে | এবার সেই তালিকায় নতুন সংযোজন ভুয়ো আইপিএস অফিসার | কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী | রাজর্ষি ভট্টাচার্য নামের ওই ব্যক্তি নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে নীল বাতি গাড়ি নিয়ে ঘুরত | পুলিশ সূত্রে খবর, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াত ধৃত ব্যক্তি | বিভিন্ন মানুষজনকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত| হুমকি দিয়ে টাকা নিত বলে অভিযোগ| পুলিশের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল| সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাইকে এবং আরও দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে |কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে ভুয়ো আইপিএসের গ্রেফতারির কথা জানিয়েছেন |
দেবাঞ্জন কাণ্ড প্রকাশ্যে আসতেই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর | শুরু হয়েছে চেকিং, ধরপাকড় | তারপরও বুক ফুলিয়ে শহরে ভুয়ো আইপিএসের ঘুরে বেড়ানোয় কপালে ভাঁজ ফেলেছে পুলিশ কর্তাদের | ভুয়ো আইপিএসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ | প্রতারণা চক্রে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ | কিন্তু রাজ্যে এইভাবে একের পর এক ভুয়ো অফিসার ধরা পড়ায় চিন্তিত পুলিশ আধিকারিকরা |কীভাবে এত ভুয়ো অফিসারের জাল ছড়িয়ে রয়েছে তা চিন্তা বাড়াচ্ছে সকলে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *