পার্থ মুখার্জী :- এবার তৃণমূল নেতা মদন মিত্রের নিশানায় শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। এদিন তিনি বলেন ” এখন সবার নাকি অভিমান হয়েছে, দুঃখ হয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের উচিত ছিল এদেরকে নোবেলটা দিয়ে দেওয়া। তাহলে এসব হত না। গণতান্ত্রিক পদ্ধতিতেই এবার এই নেতাদের থাপ্পড় দেবে জনতা” |
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর মাঠের সভায় মদন মিত্র আরও বলেন,“যুদ্ধে জিততে না পারলে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, কিন্তু কোনওদিন বেইমানি করব না।” মাত্র ২৪ ঘণ্টা আগে ওই মাঠেই বিজেপির হয়ে সভা করে শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন তৃণমূলের | এদিন ওই একই মাঠে দাঁড়িয়ে বিজেপি ও দলত্যাগী শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করলেন মদন মিত্র | একইসঙ্গে কড়া সমালোচনা করেছেন বিজেপিরও। এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে মদন মিত্র বলেন, ‘‘ধাপে-ধাপে উঠে অমিত শাহের ঘরে গিয়ে বেইমানি করেছে।” দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট | রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে সব দল | তবে বিধানসভা ভোটের ঠিক মুখে একের পর এক নেতা -মন্ত্রীদের দলত্যাগে শাসকদল তৃণমূলের অস্বস্তি যেন বেড়েই চলেছে |
Hindustan TV Bangla Bengali News Portal