নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবারই বাংলাদেশে ২০ লাখ করোনা টিকার ডোজ পাঠিয়েছে ভারত। এবার টিকা পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা। যদিও এর আগে মাস্ক, স্যানিটাইজার, ওষুধ পাঠিয়েছিল ভারত, কিন্তু এদিন টিকা পেতেই যেন বাড়তি উৎসাহ পেয়েছে বাংলাদেশ। প্রসঙ্গত, গত বছর থেকেই একাধিক দেশে করোনার ভ্যাকসিন বানানোর জন্য বহু চেষ্টা করে গেছেন, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি।
এরপর বছর গড়াতেই করোনা ভ্যাকসিন আনে ভারত, যদিও সেরাম ইন্সটিটিউটের এই ভ্যাকসিন নিয়ে এখনো অনেকেই নিরাপদবোধ করছেন না কিন্তু তাও আগের তুলনায় এখন অনেকটাই সাহস ফিরে পেয়েছে ভারতবাসীরা। বলা চলে গত বছরের শেষ থেকেই একটু একটু করে সব কিছু পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু ট্রেন বাস বাড়ার পাশাপাশি করোনা আতঙ্ক থেকেই গেছে মানুষের মনে। রাস্তাঘাটে চলতে ফিরতে এখনো সবাই ব্যবহার করছেন মাস্ক এবং স্যানিটাইজার। আর এরইমধ্যে ভারতের ভ্যাকসিন চলে আসায় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে কোভিড টিকাকরণ। সূত্রের খবর ভারতের কাছে থেকে প্রায় ৩ কোটি কোভিশিল্ড টিকার ডোজ কিনবে বাংলাদেশ।
Hindustan TV Bangla Bengali News Portal