প্রসেনজিৎ ধর :-সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এবার টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়াল ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি | সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি মোদির ফলোয়ার সংখ্যা | জনপ্রিয়তায় পরের স্থানেই রয়েছেন পোপ ফ্রান্সিস | টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৫৩ মিলিয়ন | ২০০৯ সালে টুইটারে যোগ দেন মোদি | তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী | দীর্ঘদিন ধরে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে তিনি সংযোগ রেখে চলেছেন | ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায় | এর আগে অবশ্য এই তালিকায় শীর্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প | প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা সংখ্যা ছিল ৮৮.৭ মিলিয়ন, অর্থাৎ ৮ কোটি ৮৭ লক্ষ | সেই সময় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী | মোদির ফলোয়ারের সংখ্যা ছিল ৬৪.৭ মিলিয়ন, অর্থাৎ ৬ কোটি ৪৭ লক্ষ, যা বর্তমানে বেড়ে ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে | গত বছরের শেষে ওয়াশিংটনে ক্যাপিটল হিল-কাণ্ডের পর ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার | তারপর থেকেই বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের টুইটারে ফলোয়ারের সংখ্যার বিচারে শীর্ষে চলে এসেছেন মোদি | গতবছর অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত, ট্যুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন নরেন্দ্র মোদি |