Breaking News

কলকাতা থেকে জেলা,লাগাতার বর্ষণে জলমগ্ন বহু এলাকা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা | প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার বৃষ্টিতে জেরবার বাংলা | সাময়িকভাবে বৃষ্টি কিছুটা কমলেও আশঙ্কা বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস | এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন এলাকা থেকে জল নামাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা | এরজন্য গতকাল রাত ১০টা পর্যন্ত লকগেট খোলা রেখেছিল কলকাতা পুরসভা | কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি হলে জল নামাতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে | এদিকে গতকাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্পের ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে | প্রবল বৃষ্টির জেরে কলকাতায় ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, লালবাজার, মুক্তারামবাবু স্ট্রিট, এমজি রোড, গণেশ চন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, ট্যাংরা, খিদিরপুর, আলিপুর, ও বেহালার বেশ কিছু অংশে জলমগ্ন হয়ে রয়েছে | এদিকে আজ ও আগামিকাল কলকাতায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর |
পুরসভার মুখ্যপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তবে জমা জল সরাতে পুরসভার ৭৬টি পাম্পিং স্টেশনে ৩৮৯টি পাম্প কাজ করছে | এছাড়াও নানা ওয়ার্ডে ৪০০টির মতো পোর্টেবল পাম্প সক্রিয় রয়েছে| চালু হয়েছে পুরসভার কন্ট্রোল রুম|” শহরের নিচু এলাকাগুলিতে যেখানে জল জমার সমস্যা রয়েছে, সেখানে অতিরিক্ত পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করেছে পুরসভা | সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুম চালু করা হয়েছে | শহরবাসী কোথাও সমস্যায় পড়লে সরাসরি কন্ট্রোল রুমে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন |তবে এদিন সকাল থেকে কিছুটা লাগাম পড়েছে আকাশে| যদিও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসে| আবহাওয়া দফতর সূত্রে খবর,শুক্রবার সকালে নিম্নচাপটি দুর্গাপুর-সিউড়ি এলাকায় অবস্থান করে | বিকেলের দিকে ক্রমশ শক্তি হারিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে চলে যাবে | কিন্তু তার আগেই ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়| ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা | পুরুলিয়ায় জারি করা হয়েছে কমলা সর্তকতা| হলুদ সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে | এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘণ্টায় গড়ে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে | অন্যদিকে কলকাতা, নদিয়া, দুই ২৪ পরগণা,হাওড়া, হুগলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *