দেবরীনা মণ্ডল সাহা :- অভিষেক বন্দোপাধ্যায়ের আজ নয়াদিল্লি থেকে তাঁর ত্রিপুরায় যাওয়ার কথা ছিল | সেখানে আইপ্যাকের ২৩ জন সদস্যকে হোটেল-বন্দি করে রাখা হয়েছে| সেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা–মন্ত্রীরা পৌঁছে গিয়েছে। এমনকী রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েনকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে | আজ, শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | তবে আজ তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন না | সোমবার আগরতলার বিমানে করে ত্রিপুরায় পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | আগামী ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন | এবার তাই ত্রিপুরা জয় করতে চাইছে তৃণমূল কংগ্রেস | তাই সেখানে আসরে নেমে পড়েছে পিকে’র টিম আইপ্যাক | কিন্তু আগরতলার হোটেলে বন্দি করে রাখা হয়েছে আইপ্যাকের টিমকে তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের করেছে পুলিশ | পাল্টা তাঁরাও আগাম জামিন নিয়ে রেখেছেন| এই টিমের সদস্যদের তলব করা হয়েছে ১ আগস্ট| তাদেরকে জেরা করা হবে বলে খবর | এখন আগরতলায় রয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে যুক্ত হয়েছেন ডেরেক ও’ব্রায়েন | আগে ঠিক ছিল শুক্রবার সকালে দু’দিনের সফরে আগরতলায় আসবেন অভিষেক | কিন্তু সেই সূচিতে বদল হয়েছে | জানা গিয়েছে, বিপ্লব দেবের সরকার শনিবার এবং রবিবার ত্রিপুরায় কার্ফু জারি করেছে| সপ্তাহান্তে এই কার্ফু থাকায় সোমবার ত্রিপুরায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |