নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি :- রাত থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন| আর বাড়ি থেকে কিছুটা দূরে এক ডোবা থেকে মিললো তাঁর দেহ | আর তার জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়লো উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার সদর মহকুমার রাজগঞ্জ ব্লকের পানিকৌরি এলাকায় | জানা গেছে,তিনি রাজগঞ্জ থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন | পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি গ্রামের বাসিন্দা বছর ৩০ এর অমিত অধিকারী পেশায় একজন সিভিক ভলান্টিয়ার | শুক্রবার রাতে বাড়ি ফেরার পর বাড়ি থেকে তিনি ৫০০টাকা নিয়ে ফের বেরিয়ে যান | এরপর অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজ করতে গিয়ে দেখতে পায় এলাকার একটি ডোবাতে তার বাইক পরে আছে| জলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন অমিত | তারপরেই খবর যায় রাজগঞ্জ থানায় | ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ| রাতেই তাঁরা অমিতবাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় |অমিতবাবুর পরিবারের অভিযোগ অমিতবাবুকে খুন করে তাঁর দেহ ফেলে দেওয়া হয়েছে ডোবায় | কেননা বাইক স্কিড করে পড়ে গেলেও খুব বেশি দূরে দেহ মেলার কথা নয়। কিন্তু বাইক থেকে বেশ দূরেই ডোবাতে দেহ মিলেছে | কেউ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে | এই ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফে ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল জানিয়েছেন, ‘প্রাথমিক অনুমান কোনও ভাবে বাইক স্কিড করে ডোবাতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে | তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের পর | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |’