প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার থেকে খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ | নির্দিষ্ট সময়ে সেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত হয়েছে| মন্দির সূত্রে জানা গিয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে | এদিকে গর্ভগৃহ ভক্তদের জন্য খুলতেই কালীঘাট মন্দির চত্বরে সকাল থেকেই ভক্তদের জন্য লম্বা লাইন পড়ে যায় | তবে মন্দিরে ঢোকার ক্ষেত্রে করোনা বিধি মানার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি| মাস্ক ছাড়া কোনওভাবেই মন্দিরে প্রবেশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে | এক সঙ্গে অন্তত ১০জন দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন | এতদিন মন্দির খোলা থাকলেও, ভক্তরা কেউই মন্দিরে ঢুকে পুজো দিতে পারতেন না | গর্ভগৃহে প্রবেশের অনুমতি না থাকার জন্য বাইরে থেকেই পুজো দিতে হত | কিন্তু শনিবার সকাল থেকে উঠে যেতে চলেছে সেই নিষেধাজ্ঞা | মন্দির সূত্রে জানা গিয়েছে, গত ১৫ই মে কালীঘাট মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় | এরপর ১৫ই জুলাই মন্দিরের দরজা প্রথমে খোলা হয় | কিন্তু তখনও গর্ভগৃহে ভক্তদের প্রবেশের অধিকার ছিল না | তবে এবার গর্ভগৃহও ভক্তদের জন্য খুলে দেওয়া হল |সংক্রমণ এড়ানোর ব্যাপারেও সবরকম চেষ্টা করছে মন্দির কর্তৃপক্ষ |
এছাড়াও মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার এবং যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখার দিকটি তারা কড়া ভাবেই নজরে রাখছেন | এছাড়া, মন্দিরের ভিতরে পুলিশ, নিরাপত্তা রক্ষী, মন্দির কমিটির লোকজনও রয়েছেন | তবে করোনা অতিমারি পরিস্থিতিতে ভিড় এড়িয়ে সকলকে সুষ্ঠুভাবে মন্দিরে প্রবেশ করানোই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ |