প্রসেনজিৎ ধর, কলকাতা :- অনুমান সত্যি হল | বিজেপি ছেড়ে দিলেন বাবুল সুপ্রিয় | মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই দলের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব | তারপর এক পোস্টে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি | আর শনিবার সেই সিদ্ধান্তই জানিয়ে দিলেন আসানসোলের সাংসদ | এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, রাজনীতি ছেড়ে নিজের জগতে ফিরবেন তিনি | এদিন বাবুলের দীর্ঘ পোস্টে তাঁর রাজনীতি ছাড়ার কারণের ব্যাখ্যা ছাড়াও বহু মান অভিমানের উল্লেখ রয়েছে | সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, অন্য কোনও দলে যোগ দেবেন না তিনি | তবে অভিমানের সুরও শোনা গিয়েছে বাবুলের গলায় | তিনি বলেছেন, ২০১৪-র নির্বাচনে রাজ্য থেকে বিজেপির একমাত্র সাংসদ ছিলেন তিনি| তারপর ২০২১-এ দলের ব্যাপক জয় হয়েছে | নতুন সাংসদরা মন্ত্রী হয়েছেন | তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি | তিনি স্পষ্ট করেছেন, কোনও দরাদরি করতে এই পোস্ট করেননি তিনি | এটাই তাঁর সিদ্ধান্ত |
এদিন বাবুল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চললাম.. আলবিদা| সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, অন্য কোন দলেও যাচ্ছি না | টিএমসি, কংগ্রেস, সিপিএম কোথাও নয় | কনফার্ম করছি | কেউ আমাকে ডাকেওনি, আমিও কোথাও যাচ্ছি না | বেশ কিছু সময়ে তো থাকলাম | কিছু মন রাখলাম কিছু ভাঙলাম | কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম | মূল্যায়ন আপনারাই নয় করবেন | আমি আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি.. আমার মতো করেই বলছি.. চললাম | সোশ্যাল ওয়ার্ক করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায় | নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর… বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন| আমি তাঁদের এই ভালোবাসা কোনও দিন ভুলবো না আর তাই আবার তাঁদের কাছে গিয়ে সেই একই কথা বলার ধৃষ্টতা আর আমি দেখাতে পারবো |’বাবুলের রাজনীতি ছাড়ার খবরে জোর শোরগোল শুরু হয়েছে | এখন দেখার, সাংসদকে ধরে রাখতে হস্তক্ষেপ করে কি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব |