Breaking News

‘ইজ্জত বিক্রি করে তৃণমূলে আসিনি’, শাহজাহান গ্রেফতার না হওয়ায় ক্ষোভ সিদ্দিকুল্লার চৌধুরী !

নিজস্ব সংবাদদাতা :- ইয়াস বিধ্বস্ত সন্দেশখালিতে ত্রাণ দিতে গিয়ে তৃণমূলের নেতাদের দাদাগিরির মুখে পড়েন খোদ রাজ্যের মন্ত্রী | জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী তথা রাজ্যের গ্রন্থাগার ও মাদ্রাসা মন্ত্রী সন্দেশখালির তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ান | এমনকি ওই তৃণমূল নেতা মন্ত্রীকে হুমকি দেয় বলেও অভিযোগ | যার ভিত্তিতে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ | তাই দলের নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খোদ মন্ত্রী | এদিন তিনি জানিয়েছেন, ‘আমি ইজ্জত বিক্রি করে তৃণমূলে আসিনি | এসপি সাহেব সঠিক পদক্ষেপ নিন | শাহাজাহানকে গ্রেফতার করুন | যারা দোষী তাঁদেরকে গ্রেফতার করুন | আইন আইনের পথে চলুক | মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ উজ্জ্বল হোক | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ উজ্জ্বল হোক এটা আমি চাই | দলের মুখ কলঙ্কিত হোক আমি এটা চাই না |’ সিদ্দিকুল্লা আগেই জানিয়েছেন ত্রাণ দিতে যাওয়ার দিন তাকে হেনস্থা করে শেখ শাহজাহান | এমনকি শারীরিক নিগ্রহের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন সিদ্দিকুল্লা | কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না করায় আজ শাহজাহানের গ্রেফতারি চেয়ে বসলেন রাজ্যের মন্ত্রী | সিদ্দিকুল্লা এই ঘটনা নিয়ে আগেই সংবাদমাধ্যমে ও ন্যাজাট থানার ওসি এমনকি বসিরহাট জেলা পুলিশের এসপিকে জানান | লিখিত আকারে শাহজাহানের নামে হেনস্থা ও ত্রাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু এতদিন হয়ে গেলেও রাজ্যের একজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতার মামলার সত্বেও কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *