দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এআইটিইউসির ডাকে সোমবার চলছে ট্যাক্সি ও ক্যাব ধর্মঘট | তাতে শামিল হয়েছে কলকাতার হলুদ ও নীল সাদা ট্যাক্সিগুলি | এর ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় কম ট্যাক্সি বা ক্যাব পাওয়া যাচ্ছে | যাতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের | সপ্তাহের প্রথম দিনই চরম নাকাল হতে হবে আমজনতাকে | কলকাতায় আজ প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল | মূলত পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি | সংগঠনের দাবি, ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে | কিন্তু সরকার সেই ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও রকম সদর্থক পদক্ষেপ করছে না | এমনকী রাজ্যের তরফে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না | তাই তাঁরা বাধ্য হয়েছে ধর্মঘটের পথে হাঁটতে |ধর্মঘট ডাকা বাম শ্রমিক সংগঠনটির দাবি, ট্যাক্সিতে উঠলেই প্রথম দু’কিলোমিটারের ন্যূনতম ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা (৬৬ শতাংশ) করতে হবে| পরবর্তী প্রতি কিলোমিটার পিছু ভাড়া ২৫ টাকা করে বেশি গুনতে হবে যাত্রীদের |
এখন সেটা ১৫ টাকা বেশি দিতে হয় | এ বিষয়ে এআইটিইউসির তরফে নওয়াল কিশোর শ্রীবাস্তব জানান, ‘ট্যাক্সির ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করেছি| কিন্তু ভাড়া বাড়ানোর ক্ষেত্রে কোনও পদক্ষেপ করা হয়নি | তাই এবার ধর্মঘটের পথে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হল |’ যদি অন্যান্য ট্যাক্সি সংগঠনের বক্তব্য তাঁরা ট্যাক্সি রাস্তায় নামাবেন | তবে ধর্মঘটকারীদের দাবিকে সমর্থন জানিয়ে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের | বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, যেভাবে পেট্রল, ডিজেলের দাম বাড়ছে, তাতে তাঁদের পক্ষে পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না | আগামী ১২ ও ১৩ অগস্ট তাঁরাও ধর্মঘটের পথে যেতে পারেন বলে মনে করা হচ্ছে | সম্প্রতি বেসরকারি বাস রাস্তায় নামলেও এখনও ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিকরা| কলকাতা শহরের বুকে বেসরকারি বাস পরিষেবা যে পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সে কথা বলা যাবে না | এই পরিস্থিতিতে ট্যাক্সিও যদি কলকাতা ও তাঁর আশপাশের এলাকায় কম চলতে শুরু করে, তাহলে তাঁর প্রভাব যে পরিবহণ ব্যবস্থার উপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না |