দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও ১০০ শতাংশ পরীক্ষা পাশের কথা জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস | কোথাও কম নম্বর দেওয়া, আবার কোথাও ফেল এই অভিযোগের কারণে রিভিউ করার সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ | সংশোধনের পর পাসের হার একশো শতাংশ ঘোষণা | সোমবার সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্য সরকার ‘মানবিক’ | তাই করোনাভাইরাস পরিস্থিতির বিবেচনা করে সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ | অর্থাৎ মাধ্যমিকের মতো এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হচ্ছে | সংসদে এক সাংবাদিক বৈঠক করে সোমবার সভানেত্রী মহুয়া দাস বলেন, “আমাদের ৯৭.৬ শতাংশ ছাত্রছাত্রীরা পাশ করেছিল যেটুকু আমাদের অকৃতকার্য ছিল, সেটা আমরা পুরোটাই দেখে দিয়েছি | আমাদের পাশের হার এখন ১০০ শতাংশ | আর কোনও আবেদন বাকি নেই |” সভানেত্রীর দাবি অনুযায়ী, প্রায় ১৮ হাজার আবেদন এসেছিল | সংসদের পক্ষ থেকে সবাইকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে | আগামী দু-এক দিনের মধ্যেই সকলের সংশোধিত মার্কশিট সংশ্লিষ্ট পড়ুয়াদের হাতে পৌঁছে যাবে | যেহেতু কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, তাই এই ক্ষেত্রে বেশি সময় নেওয়া হবে না | প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা জুরে শুরু হয়েছিল পড়ুয়াদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, স্কুলের আসবাব ভাংচুর ইত্যাদি | সংসদে জমা পড়ে ১৪,২০০টি রিভিউয়ের আসবেদন | এবার সংশোধনের পর সেই পাশের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ | তবে সংসদের আজকের সিদ্ধান্তের জেরে একটা প্রশ্ন বারবার করেই উঠছে,তা হল বিক্ষোভ এবং আন্দোলনের মাধ্যমেই কি এই ১০০ শতাংশ পাশ রেজাল্ট দিতে বাধ্য করল পড়ুয়াদের একাংশ?