নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- জামিন পেলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রাখাল বেরা | সোমবারই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি | মানিকতলায় রাখাল বেরার বিরুদ্ধে সেচ দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলাতে তদন্ত করতেই গ্রেফতার করা হয় | একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, জামিনের পর আদালতের আদেশ ছাড়া কোনও এফআইআর করা যাবে না রাখালের বিরুদ্ধে | বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় | এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি| পুলিশের তরফে রাখালের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ আদালতে না দেখানোয় এই জামিন মঞ্চুর হয়েছে বলে জানা হিয়েছে| রাখালের আইনজীবি দাবি করেছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে | কিছুদিন আগে কাঁথি আদালতে চিৎকার করে স্বেচ্ছামৃত্যুর আবেদনও করেছিলেন রাখাল | অবশেষে তাঁকে আজ জামিন দিল কলকাতা হাইকোর্ট | এই মামলা নিয়ে আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে রাখাল ও শুভেন্দু অধিকারী | যদিও রাখালের বিরুদ্ধে কাঁথি থানায় রয়েছে একাধিক মামলা | প্রসঙ্গত, গত ৬ জুন চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাখাল বেরাকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ | চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাখালের বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ করেন সুজিত দাস নামে অশোকনগরের এক বাসিন্দা | তাঁর অভিযোগ, ২০১৯ সালে সেচ ও পরিবহণ দফতরে গ্রুপ ‘ডি’ পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা নেন রাখাল | মানিকতলা ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে আর্থিক প্রতারণার অভিযোগ আসে রাখাল ও সেচ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী চঞ্চল নন্দীর বিরুদ্ধে | এদিকে গ্রেফতারের পরই রাখাল বেরা জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন | সোমবার বিচারপতি রাজশেখর মান্থা তাঁর জামিন মঞ্জুর করেন |