দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খেলা হবে দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় | আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে পালিত হবে খেলা হবে দিবস | এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খেলা হবে স্লোগান এখন খুব জনপ্রিয় | অন্য রাজ্যেও এই স্লোগান দেওয়া হচ্ছে | তবে এখনও অল্পই খেলা হয়েছে | বাকি খেলা আগামীদিনে দেখানো হবে|’এদিন ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী | তারপরেই তিনি জানান, ‘খেলা হবে’ স্লোগানকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র | বেশি করে কার্যকর করতে হবে ক্লাবগুলিকে | আইএফএ বাংলা ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে | এদিন সেই জার্সিরও উদ্বোধন করলেন তিনি |আজ এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ মানুন ছাই না মানুন খেলা হবে কথাটা খুব পপুলার হয়ে গিয়েছে | সংসদ থেকে শুরু করে নয়াদিল্লি, রাজস্থান, গুজরাত সব জায়গায় | খেলা তো হবেই | প্রতি বছর ১৬ অগস্ট দিনটি খেলা হবে দিবস পালন করা হবে|’
এদিন মুখ্যমন্ত্রী জানান, আইএফএ-এর অন্তর্ভুক্ত ৩০৩টি ক্লাবকে ১০টি করে বল ও তিনটি প্রধান ক্লাবকে ১০০টি করে বল দেওয়া হবে | একইসঙ্গে ৩৪৩টি ব্লক, ১১৭টি পুরসভা, ৬টি পুরনিগম, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২২টি জেলা নিয়ে ৬৩৩টি ক্লাব ও সংস্থাকেও এই বল দেওয়া হবে | অর্থাৎ সব মিলিয়ে মোট ৯৩৬টি ক্লাব ও সংস্থাকে ১০টি করে বল ও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে খেলা হবে দিবসে | এদিন মমতা আরও বলেন,’আমি যখন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় যেতাম তখন গাড়ি থেকে নামার আগেই সবাই খেলা হবে স্লোগান দিতে শুরু করত| আগামী দিনে সারা দেশেই খেলা হবে | আমি মনে করি খেলা হবে নিয়ে একটা গান করা দরকার ‘| পাশাপাশি ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে একটি প্রকল্প রাজ্যের টেলিমেডিসিনে এদিন যুক্ত করা হল | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন | রাজ্যের বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগী বা রোগীর পরিবার |এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে|