Breaking News

কলকাতা পুলিশের অফিসার সেজে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আবার ভুয়ো পরিচয়ে প্রতারণা | কলকাতা পুলিশের এআরএস বিভাগে কর্মরত পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পার্থ দত্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে |পুলিশ সূত্রে খবর, বেহালার পাঠকপাড়ায় স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করেন পার্থ দত্ত| তাঁর দাবি, কলকাতা পুলিশের এআরএস বিভাগে কাজ করেন তিনি| রোজ ডিউটির পর তাঁর আই কার্ড ও উর্দি অফিসেই রেখে আসেন| এলাকার বহু ছেলেমেয়েকে বিনা পরীক্ষায় পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন তিনি বলে অভিযোগ | কলকাতা পুলিশের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা নিয়েছিল পার্থ দত্ত | কিন্তু কাজের কোন খবরই নেই | টাকা ফেরত চেয়েও মেলেনি। প্রতারিতদের অভিযোগ, তিনি এআরএস বিভাগে কর্মরত বলে পরিচয় দিয়েছিলেন | পরীক্ষা না দিয়েই কলকাতা পুলিশে চাকরির ব্যবস্থা করে দেবেন বলেছিলেন | একাধিক ছেলেমেয়ের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন তিনি বলে অভিযোগ | প্রতারিত এক যুূবক বলেন, “আমি গাড়ি চালাই| কিন্তু আমাকে পার্থ দত্ত বলেছিলেন, গাড়ি চালিয়ে কী হবে, একটা চাকরির ব্যবস্থা দেখি করে দিতে পারি কিনা | আমি প্রথমে ৩০ হাজার টাকা দিয়েছিলাম | পরীক্ষা দিতে হবে না, ৫০ হাজার টাকা দিতে হবে। আমরা ১০ হাজার টাকা দিতে পেরেছিলাম |” প্রতারিতরা যখন পার্থ দত্তের বাড়িতে হাজির হয়ে বিক্ষোভ দেখান, তখন তাঁর স্ত্রীও এ ব্যাপারে কিছু বলতে পারেননি | তিনি বলেন, “আমি কিছুই জানতাম না | আমাকে কখনই কিছু বলেনি|”গোপনে সন্ধান পেয়ে গতকাল রাতেই পর্ণশ্রী এলাকার বাড়িতে গিয়ে পাকড়াও করে পার্থ দত্তকে প্রতারিতরা| পুলিশ গ্রেফতার করে পার্থ দত্তকে | পুলিশে আবার পার্থ দত্তের বাড়িতে উদ্ধার করেছে সাউথ ইস্টার্ন রেলের একটি আইকার্ড | পুলিশের ধারণা ভুয়ো রেলের অফিসারের পরিচয় দিত পার্থ, সেখানেই প্রতারণা করেছে | তার বাড়ি থেকে একটি কলকাতা পুলিশের স্টিকার সাঁটানো মোটরবাইকও পাওয়া গিয়েছে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *