Breaking News

শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের রেজাল্ট!জানুন কোন ওয়েবসাইটে দেখবেন ফলাফল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামিকাল প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল | দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে ফল দেখতে পারবেন প্রার্থীরা | করোনা ভাইরাসের জেরে এবার নির্দিষ্ট সময়ের কিছুটা পরে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়েছে | প্রাথমিকভাবে ১১ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল | শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল ১৭ জুলাই | প্রায় ৯২,০০০ জন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন | সেইসময় বোর্ডের তরফে জানানো হয়েছিল, আগামী ১৪ অগস্টের মধ্যে ফল প্রকাশিত হবে | ষদিও তার আগেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড | অর্থাৎ ২০ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল | জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সেজন্য এবার ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে তিন দফার কাউন্সেলিং| বৃহস্পতিবার দুপুরে জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামিকাল বেলা ২.৩০ টেয় প্রকাশ করা হবে ফল | বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করা হবে | দুপুর সাড়ে তিনটে থেকে দুটো ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট (www.wbjeeb.nic.in/ www.wbjeeb.in) | এমনিতেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের (AICTE) নির্দেশিকা মোতাবেক ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির জন্য যে কোনও পরীক্ষায় বসতেই হয় | সেই বিষয়টি মাথায় রেখে ২৭৪টি কেন্দ্র পরীক্ষা নিয়েছিল বোর্ড | মেনে চলা হয়েছিল করোনা বিধি | বজায় রাখা হয়েছিল সামাজিক দূরত্ব|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *